এঞ্জেল ফিস

এঞ্জেল ফিস স্বাদু পানির মাছ। এদের দক্ষিন আমেরিকার আমাজান নদী (Amazon River), অরিনোকো নদী (Orinoco River) এবং এসেকুইবো নদীতে (Essequibo River) এদের প্রাচুর্যতা দেখা যায়। এই মাছের সাধারনত তিনটি প্রজাতি দেখতে পাওয়া যায়। এগুলো হল Pterophyllum scalare, Pterophyllum altum এবং Pterophyllum leopoldi।
মাছটি আমাদের দেশের রূপচাঁদা মাছের মত পার্শ্বীয়ভাবে খুব চ্যাপ্টা, দেহ গোলাকার এবং পৃষ্ঠ ও পুচ্ছ পাখনা দীর্ঘ ত্রিকোনাকৃতির। মাছের এই আকৃতি, একে পানিতে নিমজ্জিত গাছ এবং এদের গোড়ায় লুকিয়ে থাকতে সাহায্য করে। মাছটির দেহে আড়াআড়ি তিনটা লম্বা রঙীন দাগটানা থাকে, এতে মাছটিকে গাছের বাকল বা লতাপাতার মত দেখায়। এর ফলে মাছটির লুকিয়ে থাকতে (camouflage) সুবিধা হয়। এরা অ্যামবুশ (ambush) করে শিকার ধরে থাকে। এদের খাবার সাধারনত ছোট মাছ ও অন্যান্য ছোট অমেরুদন্ডী প্রাণী। এরা জীবন সঙ্গীনি হিসেবে সারাজীবনের জন্য একটি মাছকেই বেছে নেই। এরা সাধারনত ডুবন্ত গাছের গুড়ি, বাকল অথবা ভাসমান কোন পাতায় ডিম পাড়ে।
অরিনোকো এঞ্জেল ফিস
Pterophyllum altum প্রজাতিটি অল্টাম বা অরিনোকো এঞ্জেল ফিস নামে পরিচিত। অরিনোকো নদীতেই এদের বিচরন সীমাবদ্ধ। এঞ্জেল ফিসের প্রজাতিগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় হয়ে থাকে। মুক্ত পরিবেশে এগুলো ৫০ সে. মি. ও অ্যাকুরিয়ামে ৪০ সে. মি. পর্যন্ত হয়ে থাকে। এদের গাঁয়ের রঙ রূপালী বর্ণের, দেহে আড়াআড়ি বাদামী বা লাল রঙের তিনটা লম্বা দাগটানা থাকে। পাখনাগুলোতে থাকে লাল রঙের বিশেষ চিহ্ন।
বামণ এঞ্জেল ফিস
Pterophyllum leopoldi প্রজাতিটি বামণ বা লম্বা নাক বা রোমান নাকের এঞ্জেল ফিস নামে পরিচিত। আমাজান নদী এবং এর শাখা রুপোনুনি নদী (Rupununi River) ও সোলিময়েস নদীতে (Solimoes River) এদের দেখতে পাওয়া যায়। এরা এঞ্জেল ফিস প্রজাতিগুলোর মাঝে সবচেয়ে ছোট ও আক্রমণাত্নক।
Halfblack Veil Angelfish
Sunset Blushing Veil Angelfish
Pterophyllum scalare প্রজাতিই সর্বাধিকভাবে এঞ্জেল ফিস বা স্বাদু পানির এঞ্জেল ফিস নামে পরিচিত। আমাজান নদী, সোলিময়েস নদী, এসেকুইবো নদী, আমাপা নদী (Amapa River) ও ওয়াপক নদীতে (Oyapock River) এদের সর্বাধিক বিচরন। অ্যাকুরিয়ামে এরা ২৭ ডিগ্রী সেলসিয়াস বা ৮০ ডিগ্রী ফারেনহাইটে থাকে। এদের প্রজাতিতে অনেক বৈচিত্র দেখা যায়। এদের মধ্যে Halfblack Veil Angelfish, Sunset Blushing Veil Angelfish, Koi Angelfish, Marble Angelfish ও Gold Pearlscale Angelfish উল্লেখযোগ্য
Koi Angelfis
Marble Angelfish
Gold Pearlscale Angelfish
Posted by — Wednesday, February 3, 2010

Belum ada komentar untuk "এঞ্জেল ফিস"

Tambahkan komentar anda :

Advertisement