সাকার মাউথ ক্যাট ফিশের বৈজ্ঞানিক নাম 'হাইপোস টোনাস পেলিটোসনাস'। পানির তলদেশে বাস করে মাছটি স্যাকিং করে খাবার খায়। পানির নিচে বসবাসরত অন্য মাছের জন্য এই মাছটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ মাছটি বৈরী পরিবেশে বাঁচতে পারে।
সাকার মাউথ ক্যাট ফিশ
সাকার মাউথ ক্যাট ফিশ। আদি আবাস আমেরিকা। ট্যাংরা মাছের মতো দেখতে তিন কাঁটাবিশিষ্ট সাকার মাউথ ক্যাট ফিশের গায়ের রং তামাটে। শরীরে কোনো আঁশ নেই। অন্য মাছের চেয়ে এর শরীর শক্ত ও খসখসে। অল্প পানি ও বৈরী পরিবেশে মাছটি সহজে বেঁচে থাকতে পারে। প্রজননক্ষমতা খুব বেশি বলে মাছটি অল্প সময়ের মধ্যে খালবিল, নদীনালা, পুকুর-দিঘিতে ছড়িয়ে পড়ে। দুই রকম সাকার ফিশ রয়েছে_ব্ল্যাক ও হোয়াইট।
সাকার মাউথ ক্যাট ফিশের বৈজ্ঞানিক নাম 'হাইপোস টোনাস পেলিটোসনাস'। পানির তলদেশে বাস করে মাছটি স্যাকিং করে খাবার খায়। পানির নিচে বসবাসরত অন্য মাছের জন্য এই মাছটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ মাছটি বৈরী পরিবেশে বাঁচতে পারে।
সাকার মাউথ ক্যাট ফিশের বৈজ্ঞানিক নাম 'হাইপোস টোনাস পেলিটোসনাস'। পানির তলদেশে বাস করে মাছটি স্যাকিং করে খাবার খায়। পানির নিচে বসবাসরত অন্য মাছের জন্য এই মাছটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ মাছটি বৈরী পরিবেশে বাঁচতে পারে।
Posted by
রেজওয়ান
—
Thursday, May 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Belum ada komentar untuk "সাকার মাউথ ক্যাট ফিশ"
Tambahkan komentar anda :