মার্বেল কোনা শামুক


এই তালিকার অন্যান্য মারাত্মক প্রাণির মত ছোট্ট এবং সুন্দর দেখতে মার্বেল কোনা শামুকও প্রাণঘাতি হতে পারে। এর এক ফোটা বিষ এতটাই শক্তিশালী যা ২০ জন মানুষকে মারতে পারে। উষ্ণ লবনাক্ত (যদিও কদাচিৎ দেখা মেলে) পানিতে এগুলো দেখা গেলে ভুলেও সেগুলো তুলতে যাবেন না। সত্যিকার অর্থে এইশামুক তার বিষ তাদের শিকার ধরার কাজে ব্যবহার করে।

আক্রান্ত হবার সাথে সাথে অথবা কয়েকদিন দেরিতেও এর লক্ষণ (উপসর্গ) বের হয়। যা তীব্র যন্ত্রণা, ফুলে যাওয়া, অনুভূতিহীন এবং ব্যাথায় টন টন করা ইত্যাদি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, মাংশপেশির সংকোচন, দৃষ্টিশক্তির পরিবর্তণ এবং শ্বাসকষ্ট। যার কোন প্রতিষেধক নেই। যদিও এই শামুকের বিষক্রিয়ায় মাত্র ৩০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
এর ইংরেজী নাম marbled cone snail বা Conus marmoreus
Posted by — Tuesday, July 6, 2010

Belum ada komentar untuk "মার্বেল কোনা শামুক"

Tambahkan komentar anda :

Advertisement