জেলিফিশ খুবই সতর্ক। আর তাই শিকারির হাতে ধরা পড়ার পর এটি চমৎকার আলোকছটা তৈরি করতে শুরু করে। এই আশায় যে অন্য কোনো প্রাণী এসে শিকারিকে আক্রমণ করবে, আর প্রাণে বেঁচে যাবে জেলিফিশ। গভীর সমুদ্রের জেলিফিশ অ্যাটোলা ওয়াইভিলের ভেতর আছে এ ধরনের সতর্ক আলো তৈরির দারুণ ক্ষমতা।
Belum ada komentar untuk "জেলি ফিশ"
Tambahkan komentar anda :