ব্যাথোসাইরো

ব্যাথোসাইরো নামের জ্বলজ্বলে সামুদ্রিক প্রাণীটির বাস সমুদ্রের মাঝামাঝি গভীরতায়। সহজেই এটি কুঁকড়ে যায়। আর তাই এ পর্যন্ত কেবল একবার, প্রাণীটির বর্ণনা দেওয়া সম্ভব হয়েছিল। তা-ও সেই ১৯৭৮ সালে। এ প্রজাতির প্রাণীরা নীল ও সবুজ আলোকছটা তৈরি করতে পারে।
Posted by — Monday, July 12, 2010

Belum ada komentar untuk "ব্যাথোসাইরো"

Tambahkan komentar anda :

Advertisement