নার্স শার্ক

সাধারণ হাঙ্গরের মতো এদের মুখ লম্বা নয় বরং এদের মুখ বেশ গোলাকার। দাঁতগুলোও ছোট ছোট। এই হাঙ্গরের শক্তিশালী চোয়াল কঠিন বস্তু গুঁড়ো করে দিতে পারে কিন্তু ছিঁড়তে পারে না। তাই এই নার্স শার্ক যখন কোনো জিনিস কামড়ে ধরে তখন তাদের চোয়াল বিরাট সাঁড়াশির মতো এমনভাবে জিনিসটাকে চেপে ধরে যে, যতক্ষণ প্রাণীটিকে মেরে ফেলা হচ্ছে ততক্ষণ তার মুখ ফাঁক হবে না। একবার ফ্লোরিডা উপকূলে কিছু মানুষের মৃতদেহ পানিতে ভাসতে দেখা গিয়েছিল। সেই দেহগুলো পরীক্ষা করে ডাক্তাররা বিস্ময় প্রকাশ করেছিল। কারণ দেহগুলো রক্তশূন্য ছিল। দেহগুলোর উপরকার মাংসপেশির আঘাত অতটা মারাত্মক ছিল না কিন্তু এদের দেহের ভিতরের সমস্ত হাড় চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল। এগুলো সবই ছিল নার্স শার্কের কীর্তি।
Posted by — Sunday, September 26, 2010

Belum ada komentar untuk "নার্স শার্ক"

Tambahkan komentar anda :

Advertisement