গ্রেরিফ শার্ক

গ্রেরিফ শার্কের নামকরণ হয়েছে তাদের দেহের ধূসর বর্ণ থেকে। এই হাঙ্গর সাধারণত প্রশান্ত ও ভারত মহাসাগরের বাসিন্দা। উপকূলের কাছাকাছি কোনো মানুষকে সাঁতার কাটতে দেখলে এই হাঙ্গর চুপিসারে তাকে নিখোঁজ করে দেয়। মেক্সিকো উপসাগরের উষ্ণ অঞ্চলে পানির গভীরে ডুবো পাহাড়ের গুহায় এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। গুহার মধ্যে এরা নিশ্চল হয়ে শুয়ে থাকে। গুহার মধ্যে থাকলেও তাদের চোখ কিন্তু অনবরত ঘোরে, কোনো প্রাণী একটু অসতর্ক হলেই, সে নিঃশব্দে চলে যায় গ্রেরিফ শার্কের পেটে।
Posted by — Sunday, September 26, 2010

Belum ada komentar untuk "গ্রেরিফ শার্ক"

Tambahkan komentar anda :

Advertisement