মস মাছ

শৈবাল মাছ বা 'মস ফিশ' সমুদ্রের যেখানে শৈবাল উদ্ভিদ রয়েছে সেখানে বিচরণ করে। এদের পাখনাগুলো লতার মতো লম্বা লম্বা ও আলাদা। শত্রুর আক্রমণের সম্ভাবনা পেলে এরা দ্রুত শৈবালের সঙ্গে মিশে ঠায় দাঁড়িয়ে থাকে। তখন শত্রু বিফল মনোরথে ফিরে যায়।
Posted by — Sunday, January 23, 2011

Belum ada komentar untuk "মস মাছ"

Tambahkan komentar anda :

Advertisement