কোপ্পড

প্রাণিরাজ্যে সবচেয়ে দ্রুত লাফ দিতে পারে সামুদ্রিক চিংড়ি কোপ্পড। লম্বায় মাত্র এক থেকে দুই মিলিমিটার। কিন্তু ছুটতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪ মাইল বেগে! আনুপাতিক বিচারে যা পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার একজন মানুষের ৩৮০০ মাইল গতির সমান!
 একই জাতীয় অন্য প্রাণীর সঙ্গে তুলনামূলক বিচারে শরীরের পেশি দশগুণ দ্রুত নাড়াতে সক্ষম কোপ্পড। ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির থমাস কার্বো জানান, শরীরের আকার অনুযায়ী প্রাণীটির শক্তি অস্বাভাবিক। তিনটি কোপ্পডকে উচ্চক্ষমতাসম্পন্ন ভিডিও ক্যামেরার পর্যবেক্ষণে রেখে এর গতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। মাইলের পর মাইল এরা লাফিয়ে চলতে পারে ভীষণ গতিতে। ছুটে চলার জন্য কোপ্পড তার চারটি পা'ই সমানতালে কাজে লাগাতে পারে। মানুষ কিন্তু হাঁটার সময় একসঙ্গে দুটো পা সামনে বাড়াতে পারে না। আর শুধু সাগরেই নয়, স্থলেও বেশ দ্রুত লাফাতে পারে কোপ্পড।_তাসনিম মৌটুসী, নিউসায়েন্টিস্ট
Posted by — Monday, May 17, 2010

Belum ada komentar untuk "কোপ্পড"

Tambahkan komentar anda :

Advertisement