ব্ল্যাক কার্প

মাছটির নাম ব্ল্যাক কার্প। গঠনে মহাশোলের সঙ্গে মিল থাকলেও গায়ের রং কালো বলে ওই নাম। আদি নিবাস সুদূর চীন। চীনের নদীগুলোতে এ মাছের ওজন ৭০-৮০ কেজি পর্যন্ত হয়। তবে বাংলাদেশে ৪৩ কেজি ওজনের ব্ল্যাক কার্প ধরা পড়ার কথা শোনা যায়।
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁচড়া কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খলিলুর রহমান বলেন, 'ব্ল্যাক কার্প জাতের মাছ প্রথম এ দেশে আনা হয় ১৯৮২-৮৩ সালের দিকে।
Posted by — Friday, May 21, 2010

Belum ada komentar untuk "ব্ল্যাক কার্প"

Tambahkan komentar anda :

Advertisement