বর্ষাকালে জাপানের ওয়াকাইয়ামায় এমন একটি মাশরুম জন্মায়, যা অন্ধকারে জ্বলতে থাকে। মিসেনা লাক্স-কোয়েলি নামের এ মাশরুমগুলো পড়ে থাকা চিনকুয়াপিন গাছ থেকে জন্মায় এবং যতই এগুলো বাড়তে থাকে, ততই আলো উৎপন্নকারী পিগমেন্টের কারণে ভৌতিক সবুজ বর্ণ ধারণ করে। জ্যাক-ও-ল্যানটার্ন নামের আরেক প্রজাতির মাশরুম নিজেদের দেহে সৃষ্ট বিভিন্ন বর্জ্য তাদের ফুলকা দিয়ে বের করে দেয়। এসব বর্জ্যের মধ্যে কিছু আছে আলো উৎপন্নকারী রাসায়নিক 'লুসিফেরাস'। উত্তর-পূর্ব আমেরিকার আরেকটি সাধারণ প্রজাতির ক্ষুদ্র মাশরুম প্যানেলাস স্ট্রিপটিকাস। এটিরও আলো ছড়াতে পারে।
Thanks for good information. Please put picture.
ReplyDelete