ফ্লাইং ফিশ

একমাত্র খেচর প্রাণীরাই আকাশে উড়তে পারে। পাখিদের মধ্যে আবার মরু অঞ্চলের উটপাখি, দক্ষিণ আমেরিকার রিয়া পাখি, অস্ট্রেলিয়ার এমু পাখি, ব্রাজিলের নান্দু নামের পাখি উড়তে পারে না। তাদের ডানা দুটো দেহের তুলনায় এত ছোট যে বিশাল দেহটিকে উড়িয়ে নিয়ে যাওয়ার সাধ্য তাদের নেই। উটপাখি এবং রিয়া পাখি ঘণ্টায় প্রায় চলি্লশ মাইল বেগে ছুটতে পারে। এমু পাখি ছোটে ঘণ্টায় প্রায় পঁয়তালি্লশ মাইল। আবার জলজ প্রাণীদের মধ্যেও বিপরীত চরিত্র। উড়ক্কু মাছ পানিতে বাস করে। নামেই মাছ, তবু তারা জলের চেয়ে শূন্যে চলাফেরা অর্থাৎ উড়তেই বেশি পারদর্শী। ইংরেজিতে তাদের নামকরণ করা হয়েছে ফ্লাইং ফিশ। আর গতিবেগ? সেও অবিশ্বাস্য। তারা অনায়াসে ঘণ্টায় পঁয়ত্রিশ মাইল পথ পাড়ি দিতে পারে।
Posted by — Thursday, October 21, 2010

Belum ada komentar untuk "ফ্লাইং ফিশ"

Tambahkan komentar anda :

Advertisement