আরমান খান
অরকা
সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। আকারে এরা এতটাই বড় যে, এদের দানব বললেও ভুল হবে না। সমুদ্রের এই নীল দানবদের অনেক প্রজাতি রয়েছে। এর মধ্যে একটি প্রজাতি হলো_ কিলার হোয়েল। কিলার হোয়েল বা খুনি তিমি মূলত 'অরকা' নামেই বেশি পরিচিত। এটি মহাসাগরীয় ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য এবং অন্যতম শিকারি প্রাণী। সব মহাসাগরেই কম-বেশি এদের দেখা মেলে। এমনকি আর্কটিক এবং এন্টার্কটিকার বরফ ঢাকা অঞ্চলেও এদের দেখা যায়। অরকারা যদিও মানুষের বন্ধু হিসেবেই বেশি পরিচিত তবে নিঃসন্দেহে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শিকারি প্রাণীগুলোর মধ্যে একটি। কিলার হোয়েলরা খুবই বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী। এরা সামাজিক দল তৈরি করে বসবাস করে এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখে। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এরা বিভিন্ন শব্দ ব্যবহার করে যা অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ীদের চেয়ে উন্নত। প্রশিক্ষণের মাধ্যমে এদের দ্বারা বিভিন্ন কাজ করানো যায়। তিন ধরনের কিলার হোয়েল রয়েছে। একেকটি একেক ধরনের খাবার পছন্দ করে। এরা মূলত অন্য প্রজাতির ম্যামালস। যেমন_ সীল, সি লায়ন, এলিফ্যান্ট সীল ইত্যাদি খায়। মাছের মধ্যে হেরিং, শ্যামন, টুনাসহ এদের খাদ্য তালিকায় রয়েছে প্রায় ৩০ প্রজাতির মাছ। এছাড়াও এরা স্কুইড এবং বিভিন্ন সামুদ্রিক পাখিও খেয়ে থাকে। অনেক সময় কয়েকটি কিলার হোয়েল একত্রে বড় আকৃতির তিমিকেও আক্রমণ করে। দুর্ঘটনা এড়াতে বেশিরভাগ ক্ষেত্রে এরা শিকারকে খাওয়ার আগে পুরোপুরি দুর্বল করে নেয়। এর জন্য অনেক সময় শিকারকে এরা বাতাসে ছুঁড়ে মারে অথবা লেজ দিয়ে বাড়ি মারে। তিমি এবং ডলফিন দুই প্রজাতির বৈশিষ্ট্যযুক্ত কিলার হোয়েল উষ্ণ রক্তবিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী। আকৃতিতে এরা ২০ থেকে ৩২ ফিট হয়। ওজন সর্বোচ্চ ৬ টন। এর পিঠের দিকটি কালো এবং বুকের ও পাশের কিছু অংশ সাদা। দুই সারিতে থাকা ৪৮টি দাঁত সর্বোচ্চ চার ইঞ্চি লম্বা হয়। বিশাল আকৃতি, শারীরিক গঠন এবং শক্তিশালী দেহের কারণে এরাই সমুদ্রের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন স্তন্যপায়ী প্রাণী। এরা একদিনে সর্বোচ্চ ১৬০ কিলোমিটার ভ্রমণ করতে পারে। অরকারা সাধারণত ৫০ থেকে ৮০ বছর বাঁচে। মা অরকা ৩ থেকে ৫ বছরে একটি বাচ্চা প্রসব করে।
আরমান খান
আরমান খান
Posted by
রেজওয়ান
—
Sunday, October 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
The biggest animal in the sea. Its looks cool. You know, they lives at most 300 to 400 years.
ReplyDeleteCheck out these blogs: Visit ShineMat.com, and Saimoom.com