২০০৩ সালে নিউজিল্যান্ডে সামুদ্রিক প্রাণী গণনার জন্য যে অভিযান চালানো হয়,
সেটার মাধ্যমে প্রথমবারের মতো খুঁজে পাওয়া যায় এই অদ্ভুতদর্শন মাছটি।
দেখতে বুড়ো মানুষের মতো এই মাছটিকে আদর করে ডাকা হয় মি. বল্গবি নামে। বড় গেল্গাব আকৃতির মাথা, ঝোলানো চামড়ার এই প্রজাতির মাছ প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরে ৩৩০ ফুট থেকে ৯২০০ ফুট গভীরতার মধ্যে বাস করে। গোলাকার এবং নরম মাছটি দেখতে অদ্ভুতই বটে।
দেখতে বুড়ো মানুষের মতো এই মাছটিকে আদর করে ডাকা হয় মি. বল্গবি নামে। বড় গেল্গাব আকৃতির মাথা, ঝোলানো চামড়ার এই প্রজাতির মাছ প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরে ৩৩০ ফুট থেকে ৯২০০ ফুট গভীরতার মধ্যে বাস করে। গোলাকার এবং নরম মাছটি দেখতে অদ্ভুতই বটে।
Belum ada komentar untuk "মি. বল্গবি"
Tambahkan komentar anda :