মান্দারিন ফিস প্রবালের মাঝে, বিশেষকরে লেগুন এবং তীরবর্তী প্রবালের মাঝে বসবাস করতে পছন্দ করে। এরা ৬ সে. মি. পর্যন্ত লম্বা হতে পারে। এদের চলন খুব ধীর। এরা সাধারনত সাগরের তলানীতে খাবার খোঁজে। তাই সচারচর এদের দেখতে পাওয়া যায় না। এরা দিনের বেলায় খাবার শিকার করে থাকে। এদের প্রধাণ খাবার ক্ষুদ্র ক্রাস্টাসিয়া, গাস্ট্রপড (শামুক প্রজাতি), পলিকিট পোকা, অন্যান্য ছোট অমেরুদন্ডী প্রাণী এবং মাছের ডিম।
লোনা পানির একুরিয়াম ফিস হিসাবে এই মাছ খুব জনপ্রিয়। কিন্তু একুরিয়ামে এই মাছ রাখা খুব কষ্টসাধ্য। এরা খাবারের ব্যাপারে খুব সংবেদনশীল। এদের দ্বীপদি নাম S. splendidus ।
সূত্রঃ সোনালী সকাল



Belum ada komentar untuk "মান্দারিন ফিস"
Tambahkan komentar anda :