মান্দারিন ফিস

মান্দারিন ফিস দেখতে ছোট, উজ্জ্বল বর্ণের ড্রাগনেট পরিবারের মাছ। প্রশান্ত মহাসাগরের রিয়ুকু দ্বীপে (Ryukyu Islands ) (জাপান)এই মাছের প্রাচুর্যতা দেখা যায়। এই মাছের দুটি প্রজাতি দেখতে পাওয়া যায়। Synchiropus splendidus প্রজাতি দেখতে নীল রঙের। ত্বকের Cyanophore নামক Chromatophores বর্ণকণিকার কারনে এরা নীল রঙের হয়। এদের ত্বকে আরো আছে আলো প্রতিফলনকারী কোষ, যা এই মাছকে করে তোলে আকর্ষণীয়। এদের আরেকটি প্রজাতির নাম S. picturatus
মান্দারিন ফিস প্রবালের মাঝে, বিশেষকরে লেগুন এবং তীরবর্তী প্রবালের মাঝে বসবাস করতে পছন্দ করে। এরা ৬ সে. মি. পর্যন্ত লম্বা হতে পারে। এদের চলন খুব ধীর। এরা সাধারনত সাগরের তলানীতে খাবার খোঁজে। তাই সচারচর এদের দেখতে পাওয়া যায় না। এরা দিনের বেলায় খাবার শিকার করে থাকে। এদের প্রধাণ খাবার ক্ষুদ্র ক্রাস্টাসিয়া, গাস্ট্রপড (শামুক প্রজাতি), পলিকিট পোকা, অন্যান্য ছোট অমেরুদন্ডী প্রাণী এবং মাছের ডিম।

লোনা পানির একুরিয়াম ফিস হিসাবে এই মাছ খুব জনপ্রিয়। কিন্তু একুরিয়ামে এই মাছ রাখা খুব কষ্টসাধ্য। এরা খাবারের ব্যাপারে খুব সংবেদনশীল। এদের দ্বীপদি নাম S. splendidus ।
Posted by — Wednesday, February 3, 2010

Belum ada komentar untuk "মান্দারিন ফিস"

Tambahkan komentar anda :

Advertisement