ইলপাউট

ইলপাউট নামের মা মাছ তার পোনাদের দুধ পান করায়। আর ভ্রুণ অবস্থায় মা মাছের পেটের ভিতর থাকাকালে এই দুধ পানের ঘটনা ঘটে।
স্তন্যপায়ী এই মাছগুলো পোনাদের দুধ পান করানোর মাধ্যমে পুষ্টির যোগান দেয়। আর এই দুগ্ধ তৈরি হয় মাছের ম্যামারি গ্ল্যান্ডে।
ইলপাউট মা মাছ একসঙ্গে ৩০ থেকে ৪০০ বাচ্চা জন্ম দিতে পারে। আর জন্মের সময় বাচ্চাগুলোর আকার হয় ৩ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত।
এই মাছ ইংলিশ চ্যানেল থেকে বাল্টিক সাগর এবং হোয়াইট সি এর তীরবর্তী  এলাকায় বেশি দেখা যায়। তাছাড়া সুন্দরবনের জল তীরে কাদা মাটিতেও দেখা যায় এদের।
ইলপাউট মাছের গর্ভধারণকাল অনেক দীর্ঘ হয়। ৬ মাসের দীর্ঘ সময় গর্ভধারণ করার পর শীতকালে বরফশীতল পানিতে বাচ্চা জন্ম দেয় মা মাছ। স্তন্যপায়ী অন্যান্য প্রাণীদের মতোই মাতৃগর্ভে ডিম্বানু জন্ম হয় এবং বেড়ে ওঠে। আর নিষিক্তকরণ বা সন্তান জন্মের অন্যান্য সব পর্যায় ওভারিতে ঘটে থাকে। আর এই ওভারিতেই থাকে ফলিকলস। প্রতিটি পোনার জন্য আলাদা ফলিকস থাকে। আর প্রতিটি ফলিকলস এর মাধ্যমে পোনাদের মুখে পৌঁছে যায় মায়ের দুধ।
মাছটির বৈজ্ঞানিক নাম Zoarces viviparus। 
Posted by — Thursday, September 30, 2010

Belum ada komentar untuk "ইলপাউট"

Tambahkan komentar anda :

Advertisement