আমরা গভীর সমুদ্র সম্পর্কে কত কম জানি তার একটি উদাহরণ এই জেলিফিশ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিগ রেড জেলিফিশ
মন্টিরে বে অ্যাকোরিয়াম রিসার্চ ইন্সিটিউটের গবেষকরা প্রশান্ত মহাসাগরের তিন হাজার মিটারেরও বেশি গভীরে রিমোট কনট্রোল ক্যামেরা ব্যবহার করে সমুদ্রের গভীরে বসবাসকারী প্রাণিদের জীবনযাত্রার ছবি তুলছিলেন। হঠাৎ অন্ধকার থেকে একটি বড় আকারের এবং এক মিটার চওড়া জেলিফিশ বেরিয়ে আসে। শুঁড় না থাকার কারণে এ জেলিফিশ অন্য জেলিফিশের থেকে আলাদা, শুঁড়ের বদলে খাবার ধরার জন্য এরা মাংসল হাত ব্যবহার করে। বিজ্ঞানীরা এখনো জানেন না এরা কী খায়।
আমরা গভীর সমুদ্র সম্পর্কে কত কম জানি তার একটি উদাহরণ এই জেলিফিশ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
আমরা গভীর সমুদ্র সম্পর্কে কত কম জানি তার একটি উদাহরণ এই জেলিফিশ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
Posted by
রেজওয়ান
—
Saturday, December 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)

Belum ada komentar untuk "বিগ রেড জেলিফিশ"
Tambahkan komentar anda :